Latest on the blog

Radical Housing and Socially-Engaged Art

Read Now
< Back to Peers 2022

Khirki: The Stitched Narratives

Start Date
End Date
Duration
Location
Participants

8.06.2022

খিরকি গ্রামে দেখলাম অনেক মহিলারা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আমি এসেছি একটা গ্রাম থেকে। সেখানে চারপাশে গাছপালা আছে ও দূর- দিগন্ত দেখা যায়। কিন্তু এখানে এদের শুধুমাত্র ব্যালকনিতে রাখা indoor plant এর সাথে সম্পর্ক থাকে আছে। শহরের সাথে ব্যালকনির সংযোগ বেশি দেখতে পাওয়া যায়।কারণ তারা বাড়ির বাইরে বেরোয় না,এই ব্যালকনিই তাদের কাছে একটি বিশেষ জায়গা, বাইরের জগতের সাথে মেল-বন্ধনের জন্য ।

In the lanes of Khirki village, I see women standing in their balconies. I come from a small village where I can see the foliage and the horizon around me. But here, the indoor plants in their balconies are their only foliage. Balconies have an association with the city. The women do not leave their homes much, so the balcony space becomes a different world for them to build a connection with the cityscape. 

20.06.2022

এখনকার মানুষরা অন্য সম্প্রদায় মানুষের সাথে কোনো যোগাযোগ রাখে না।বিভিন্ন জায়গা থেকে লোকজনেরা এসে এখানে বসবাস করে তাই এরা নিজেদের মধ্যে একটা দেওয়াল তৈরি করে রেখেছে। ফলে এরা একে অপরকে বিশ্বাস করতে পারে না।

People here prefer not to associate with those who don’t belong to their own communities. They come from different places, they tend to create a wall or a boundary between them and the other. Hence they can’t trust each other very easily. 

22.06.2022

এই কাজটি করার জন্যে আমি আশেপাশের এলাকা থেকে waste cloth সংগ্রহ করেছি। Waste cloth যেমন ঘরের একপাশে পরে থাকে তেমনই এরাও ঘরে কোণঠাসা হয়ে থাকে।

For this work, I have collected waste cloth from the surrounding areas. The way waste cloth is left in the corner of a room, they too are cornered in their homes.

*This page is available as a downloadable accessibility document.



Other Projects